সাহসী জীবনযাপনে অভ্যস্ত বলিউড অভিনেত্রী সানি লিওন। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে গিয়ে ভয় পাচ্ছেন তিনি। সেকথা অকপটে স্বীকারও করেছেন সানি। উৎসবের ষষ্ঠ দিনে ভারতীয় লেখিকা ও নির্মাতা অনুপমা চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই অনুভূতির কথা প্রকাশ করেছেন। লাল গালিচায় প্রথম হাঁটতে যাওয়ার অনুভূতি নিয়ে সানি বলেন, আমার ভীষণ ভয় লাগছে। ব্যাপারটা এমন নয় যে, আমি আগে রেড কার্পেটে হাঁটিনি। তাই চাপ অনুভব করছি। সত্যি বলতে এটি আমার কাছে বেশ অর্থবহ। বুধবার ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বলিউড অভিনেত্রী সানি লিওন অভিনীত ‘কেনেডি’। অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাটির প্রচারে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন সানি।