ঢাকার কেরানীগঞ্জে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত ঐতিহাসিক হানাফিয়া জামে মসজিদে দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
মসজিদটি বংশপরম্পরায় রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব পালন করছে স্থানীয় সংসদ সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তার পরিবার।
গত বুধবার দিবাগত রাতে মসজিদের ভেতরে রক্ষিত দান বাক্সের সিন্দুকের তালা ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র। বৃহস্পতিবার সকালে বিষয়টি টের পেয়ে পুলিশের খবর দেওয়া হলে তদন্তের এক পর্যায়ে রাত আটটার দিকে মসজিদের তত্ত্বাবধায়ক ও কোন্ডা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. অনিক, অনিকের চাচা, মসজিদের নাইট গার্ড মো. পবন মিয়া, মসজিদের মুয়াজ্জিনসহ মোট ৪ জনকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে যান। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টার দিকে এলাকা ছেড়ে কোথাও না যাওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।