রাজশাহীর তানোরে রাতের আঁধারে বাড়ি ফেরার পথে পথরোধ করে মোবাইল ব্যাংকিং এজেন্সির ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত (০৮জুন) বৃহস্পতিবার রাত নয়টার দিকে তালন্দ সরদারপাড়া গ্রামে ঘটেছে। জানা গেছে, তানোর পৌর এলাকার তালন্দ বাজারের সিটি ব্যাংক শাখার এজেন্ড জাহাঙ্গীর আলম বাড়ি যাওয়ার পথে হাসুয়ার মুখে জোর করে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতংক। এঘটনায় তানোর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হলেও ঘটনার দুইদিন অতিবাহিত হলেও এখনো ছিনতাইয়ের টাকা উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। ছিনতাইয়ের শিকার এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, তিনি ব্যবসা শেষে রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু রাস্তার মধ্যে কিছু ছিনতাইকারী মুখোশ পরে পথরোধ করে গলায় হাঁসুয়া ধরে হাতে থাকা টাকার ব্যাগ কেঁড়ে নেয়। এসময় চিৎকার করা শুরু করলে ছিনতাইকারীরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তবে এখনো ছিনতাইয়ের টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। বিষয়টি নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, ছিনতাইয়ের ঘটনা শোনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি, অভিযান অব্যাহত রয়েছে।