সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি – ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী- ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদের পর দিন রবিবার (২৩ এপ্রিল) ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও হৈহুল্লোড়ের মধ্য দিয়ে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল দ্বিতীয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শৈশব ও বাল্যকালের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে শাহজাদপুর উপজেলা থেকে ২০০৬ সালের এসএসসি ব্যাচের প্রায় অর্ধশতাধিকেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন এ আয়োজনে। আয়োজনমালার মধ্যে ছিল মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান, ক্রিকেট ম্যাচ এবং বিভিন্ন গ্রামীণ খেলাধুলা।এছাড়া সব শেষে ছিল র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। এদিন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন। স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এ আয়োজনে।আয়োজকরা প্রতি বছরেই ঈদের পরের দিন এ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে, বহুদিন পর সহপাঠী বন্ধুদের একসাথে পেয়ে আনন্দে মেতে উঠ তারা।দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে সন্ধায় গানে গানে সাংস্কৃতিক সন্ধ্যা মুখরিত হয়ে ওঠে।পুরোনো বিদ্যালয় নতুন করে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত।প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।শৈশবের মুহূর্তগুলো যেন ফিরে পেয়েছিলো ক্ষনিক সময়ের মধ্যে। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, গল্প, আড্ডা, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান ব্যস্ততা—সব মিলিয়ে একটা প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সবাই।সবার গায়ে ছিল একই রঙের টি-শার্ট। উল্লেখ্য, শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৬ ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত।