মৌলভীবাজারে টমটম চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজারের রাজনগর থেকে শাহাব উদ্দিন (৩৫) নামে এক টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ মে) দুপুর সাড়ে ১২ দিকে হাজিনগর চা বাগান এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শাহাব উদ্দিন কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা বাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন, পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়  বিষয়টি নিশ্চিত করে জানান যে, সে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে রাজনগর এলাকা পর্যন্ত সে টমটম চালাতো রাতে কোনো এক সময় তাকে কে বা কারা গলা কেটে বাগানে ফেলে রেখে যায়।