নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেলের ধাক্কায় দুবাই প্রবাসি আব্দুল জলিল (৫২) এর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) রাত ৮ টার দিকে রাজনগর মহলাল বাজারে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান,দুবাই প্রবাসি আব্দুল জলিল রাতে উপজেলার মহলাল বাজারে কেনাকাটার জন্য এসেছিলেন এসময় রাস্তা পারাপারের সময় দ্রুতগ্রামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন । পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।