শ্রীমঙ্গলে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গলে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে ধান-চাল সংগ্রহ করা হচ্ছে। এতে কৃষকরা কোন ঝামেলা ছাড়াই কেবল এ্যাপস এর মাধ্যমে তাদের ফসল বিক্রি করার সুযোগ পাবেন। এজন্য গুদাম এলাকায় একটি সেবা কর্ণার চালু করা হয়েছে।
বুধবার (১০ই মে) দুপুর ১২ টায় শ্রীমঙ্গল এল এস ডি কার্যালয়ে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৩ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছামাদ।