গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পরকীয়ার জেরে অন্যত্র চলে যান এক গৃহবধূ। এ ঘটনায় থানায় জিডি করেন স্বামী। বুধবার ওই গৃহবধূকে উদ্ধার করে স্বামীর বাসায় পৌঁছে দেয় পুলিশ। বৃহস্পতিবার সকালে বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
নিহত আছমা আক্তার (২৬) চট্টগ্রাম হালিশহর থানার হাজার ভিগারপাড় গ্রামের মো. মোস্তফার মেয়ে। ঘাতক স্বামী নুরুল হক মানিকগঞ্জ জেলার মেঘশিমুল থানার শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতরের আগে নুরুল হকের স্ত্রী আছমা আক্তার (২৬) পরকীয়ার কারণে অন্যত্র চলে যান। এ ঘটনায় স্বামী নুরুল হক বাদী হয়ে ১ মে কোনাবাড়ী মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ বুধবার সন্ধ্যায় আছমাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। সকালে ওই ফ্ল্যাটে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
কোনাবাড়ী মেট্রো থানার এসআই মাইকেল বণিক জানান, ধারণা করা হচ্ছে পরকীয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।