জঙ্গি নয়, দুষ্ট ছেলেরা চিরকুট রেখেছে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মঙ্গল শোভাযাত্রা বন্ধে দেওয়া চিরকুট কোনো জঙ্গি সংগঠন রাখেনি। দুষ্ট ছেলেরা রেখেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর রমনার বটমূলে পয়লা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। উড়োচিঠির হুমকির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি নয়, দুষ্টু পোলাপান চিরকুট দিয়ে হুমকি দিয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। খন্দকার গোলাম ফারুক বলেন, পয়লা বৈশাখে ব্যাগ নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না। আর এসব অনুষ্ঠান নির্বিঘ্নে করতে রমনা এলাকাতেই ২৭০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। ভোর ৬টা থেকে বিকেল ৪টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। বিকেল ৪টার পর রমনায় প্রবেশ করা যাবে না। পুরো রাজধানীজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। শব্দদূষণ হয় এমন কোনো যন্ত্র কিংবা বস্তুর ব্যবহার না করার অনুরোধ করা হচ্ছে নগরবাসীকে। সাংবাদিকদের প্রশ্নে কমিশনার বলেন, পয়লা বৈশাখে ঢাকা শহরে জনসমাগম বেশি হতে পারে। এজন্য জনগণের চলাচলের জন্য রোডম্যাপ করা হয়েছে।আমি আপনাদের মাধ্যমে সেটা জনগণের মাঝে পৌঁছে দিতে চাই এবং আপনারা দেবেন এমনটাই আশা করছি। জনগণ যাতে সহজে জানতে পারেন কোনো সড়ক এদিন তারা ব্যবহার করতে পারবেন, আর করতে পারবেন না। এজন্য আমাদের সব ধরনের প্রস্তুতিও রয়েছে।