উত্তর কোরিয়ার সীমান্তের কাছে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের এফ-১৬ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার দেশটিতে মার্কিন সেনা ঘাঁটির কাছে প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখান থেকে কাছেই উত্তর কোরিয়ার সীমান্ত। মার্কিন বাহিনীর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সিএনএন।

মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় আনুমানিক ৯ টা ৪৫ মিনিটে ওসান বিমান ঘাঁটির কাছে এক কৃষি এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।মার্কিন বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুদ্ধবিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এরপর তাকে কাছের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে কোনো বেসামরিক লোক হতাহত হয়নি।

দক্ষিণ কোরিয়ার গাইয়েওঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং ইএয়ন টুইটার বার্তায় বলেছেন, স্থানীয় ফায়ার বিভাগ আগুন নিভিয়েছে। মার্কিন বাহিনী আরও জানিয়েছে, পাইলট রুটিন মাফিক প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। ইতোমধ্যে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

জানা যায়, ওসান বিমান ঘাঁটি উত্তর কোরিয়ার কাছাকাছি অবস্থিত। দেশটির সীমান্ত থেকে প্রায় ৪০ মাইল দূরে এটির অবস্থান।