দুই ছক্কায় ঝড়ের আভাস দিয়ে লিটন-রনির শুরু

হ্যারি টেক্টরকে ইনিংসের চতুর্থ বলে লং অনে লিটন দাসের দারুণ ছয়। প্রথম ওভারে বাংলাদেশের আসে ১১ রান। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে অ্যাডেয়ারকে জায়গায় দাঁড়িয়ে রনি তালুকদার লং অন অঞ্চল দিয়ে উড়িয়ে পার করলেন বাউন্ডারি। এক বল পরে সুইপ কর‍তে গিয়ে গড়বড় করে ফেলেন লিটন। অল্পের জন্য বেঁচে যান তবে বাংলাদেশ পায় বাউন্ডারি। দুই প্রান্ত থেকে দুজন শরু করলেন ঝড়ের আভাস দিয়ে। প্রথম দুই ওভারে বাংলাদেশের আসে ২৫ রান। ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। সোমবার দুপুর ২টায় খেলাটি শুরু হবে। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করবে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলা তানভীর ইসলামের পরিবর্তে একাদশে নাসুম আহমেদ। তানভীর আয়ারল্যান্ড সিরিজের দলেই ডাক পাননি। একাদশে যারা সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, শামীম হোসেন পাটোয়ারী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ৫ পরিবর্তন নিয়ে নেমেছে আয়ারল্যান্ড জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে পাঁচ পরিবর্তন নিয়ে নেমেছে আয়ারল্যান্ড। নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ছাড়াও এই ম্যাচে নেই স্টিভেন ডোহেনি, নেইল রক, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি। তাদের জায়গায় খেলছেন পল স্টার্লিং, লরকান টাকার, ক্রেইগ ইয়াং, গ্রাহাম হিউম, গ্যারেথ ডেলানি। আয়ারল্যান্ড একাদশ মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ দুই দলের টি-টোয়েন্টিতে লড়াইয়ে বাংলাদেশই এগিয়ে আছে। পাঁচ মুখোমুখিতে বাংলাদেশের জয় তিনটিতে। আয়ারল্যান্ডের একটিতে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের পর আইরিশরা এ ফরম্যাটে বাংলাদেশকে আর হারাতে পারেনি। বাংলাদেশেকে হারানোর ১৪ বছরের অপেক্ষা তারা ফুরাতে পারে কিনা সেটাই দেখার। আইরিশদের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর আরিশদের হারানো সহজতম কাজ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে কোনো ক্রিকেট ম্যাচই সহজ নয়, ‘না। কোনো ক্রিকেট ম্যাচই সহজ নয়। আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে ক্ষতির কারণ হবে। আমরা এখনও শুরুর সময়ে আছি। এভাবেই আমরা ক্রিকেটটাকে ভালোবাসি। আমরা প্রতিটি প্রতিপক্ষকে একইভাবে মূল্যায়ন করি। কিন্তু কাউকেই ভয় পাই না। এটাই আমাদের মন্ত্র।’ এবার মিশন টি-টোয়েন্টি ওয়ানডে সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ড ক্রিকেট দলকে ‘ভেরি ডেঞ্জারাস’ বলেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে সমীহ করা ভালো। কিন্তু শক্তি, সামর্থ্যে, র‌্যাংকিংয়ে দীর্ঘ দূরত্বে থাকা দলকে নিয়ে এতোটা সিরিয়াস হবেন হাথুরুসিংহে তা বোঝার উপায় ছিল না। ওয়ানডে মিশন ২-০ ব্যবধানে জেতা হয়েছে। সামনে এবার টি-টোয়েন্টি মিশন। এবারও কোচের লক্ষ্য এক, ‘আমরা একই ফল চাই যেটা ওয়ানডে সিরিজে পেয়েছি। নিজেদের ভেতরে সেই কথাই আলোচনা করেছি। আমরা একই প্রক্রিয়ায় মাঠে নামবো। আমরা ভালো দল। খেলোয়াড়দের থেকে একটাই চাওয়া, নিজেদের প্রক্রিয়ায় স্থির থাকা। দিনকে দিন এই উন্নতির পথ বাতলে দিতে চাই।’