রাজশাহীতে আজও বৃষ্টি হতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল শুক্রবার বৃষ্টিপাত কমে এসেছে। অনেক জায়গায় বৃষ্টি হয়নি। চার জেলায় ফিরে এসেছে মৃদু তাপপ্রবাহ। ঝড়ের আশঙ্কায় আট অঞ্চলের নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার এই তাপপ্রবাহ দেশের আরো কিছু অঞ্চলে ছড়াতে পারে। সেই সঙ্গে দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় ও তিন বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ এই তাপপ্রবাহ আরো বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী দুই দিন (রবি ও সোমবার) এই অবস্থার সামান্য পরিবর্তন ঘটতে পারে। পরের পাঁচ দিনে বৃষ্টি বা বজ সহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘খুলনা বিভাগের অনেক জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে খুলনা বিভাগ থেকে তাপপ্রবাহের এলাকা কমে যেতে পারে। অন্যদিকে আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের অঞ্চল কমে আসতে পারে। ফলে এই তিন বিভাগের কোনো কোনো অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলে আসতে পারে। আগামী ২৫ বা ২৬ মে পর্যন্ত বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। এর পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরো কমে আসতে পারে। সে ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ও তাপপ্রবাহের এলাকা কিছুটা বাড়তে পারে। নাজমুল হক বলেন, ‘এই সময় তাপমাত্রা বাড়লেও অনেক বাড়বে না। সূত্র: কালের কণ্ঠ