রাসিক নির্বাচন: খায়রুজ্জামান লিটনের পক্ষে দলীয় মনোনয়ন পত্র উত্তোলন

আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার বেলা সাড়ে ১১ টায় এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে ধানমন্ডি ৩/এ তে অবস্থিত আওয়ামী লীগের সভানেত্রী কার্যালয় থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এসময় উপস্থিত ছিলেন; রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওসের আলী, শাহাদাত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসলাম সরকার সহ মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ। চতুর্থবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হতে যাচ্ছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে বেরিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, “আজ দলীয় সভাপতির সঙ্গে সাক্ষাত করেছি। এবারও আমি সিটি কর্পোরেশন নির্বাচন করছি। সোমবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করব এবং মঙ্গলবার জমা দেব। এর পর রাজশাহী ফিরে নির্বাচনের প্রস্তুতি ও প্রচার শুরু করবো।” তিনিই হচ্ছেন আগামী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এটা নিশ্চিত করেছে বিভিন্ন দলীয় সূত্র।