ঈদের সারাদিন বৃষ্টির আশঙ্কা

 সারাদেশে ঈদের দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসাথে দেশের কোথাও কোথাও বজ্রসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। ঈদের দিনেও থেকে থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এতে সারাদেশে চলমান তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সেইসাথে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।