কৃষকদের পাশে দাঁড়ালো রাবি ছাত্রলীগ, কেটে দিলো ধান

মাঠে ধান কেটে দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।   সোমবার সারাদিন রাজশাহীর নওহাটায় এক দরিদ্র কৃষকের ধান কেটেছেন তারা। জানা গেছে, রাজশাহীর নওহাটা থানার মহানন্দখালি মো. খিজির আলীর দেড় বিঘা জমির ধান কেটে দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে প্রায় ১৫ জন নেতাকর্মী অংশ নেন। এই ব্যাপারে ফয়সাল আহমেদ রুনু বলেন, প্রধানন্ত্রীর নির্দেশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে এই কর্মসূচি হাতে নিয়েছি। মূলত এলাকার দরিদ্র কৃষকের পাশে থাকতেই এই উদ্যোগ। কেননা অনেক কৃষক আছেন যারা অর্থের অভাবে ধান কেটে নিতে হিমশিম খাচ্ছেন। তাদের সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। এই কাজ চলমান থাকবে। এছাড়া নিজ নিজ এলাকায় কৃষকের পাশে থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সারাদেশের অসচ্ছল কৃষক বিশেষ করে যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না তাদের ধান কেটে দেওয়ার আহ্বান জানান। সে আহ্বানে সাড়া দিয়ে আজ আমরা কৃষকের কিছু ধান কেটে দিয়েছি।’ কর্মসূচিতে অংশ নেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিরুল জ্যাক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম প্রমুখ।