ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দেওয়া সেই নারীর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে রাস্তায় লাফিয়ে পড়া সেই গার্মেন্টস কর্মী মারা গেছেন।  রোববার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এসব তথ‌্য নিশ্চিত করেছেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাসে করে ভালুকা ফিরছিলেন ওই গার্মেন্টস কর্মী। ভালুকার সীডস্টোর এলাকায় বাসের সব যাত্রী নেমে যান। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মায়ের মসজিদ এলাকায় পৌঁছালে বাসটি চালকসহ তিন জন ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারী নিজেকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফ দেন। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে বাসসহ বাসের চালক রাকিব হোসেন, সহকারী আরিফ হোসেন এবং আনন্দ দাশ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।