রাজধানীর ওয়ারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন আরো ১ জনের মৃত্যু

রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন দগ্ধের মধ্যে আনোয়ার (২১) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুজনের মৃত্যু হলো। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানিয়েছেন সোহেলের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত ১২ জুন বিকালে ডিপিডিসির শ্রমিক মো. সোহেল মৃত্যুবরণ করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডে গ্যাস লাইন থেকে আগুন লেগে যায়। এসময় ডিপিডিসির শ্রমিক ও মামুন বিল্ডার্সের লোকজন কাজ করছিল। মৃত আনোয়ার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। চিকিৎসাধীন বাকি দগ্ধরা হলেন নিরাপত্তা কর্মী মো. হেলাল (৪০), তার শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে, আব্দুর রশিদ (৬৫) ৭ শতাংশ এবং মামুন বিল্ডার্সের প্রজেক্ট ইন্সপেক্টর মামুন (৫০), তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। সূত্র: কালের কণ্ঠ