বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে। একসময় পার্শ্ববর্তী দেশ ভারতে ক্রেডিট কার্ডে বেশি খরচ করতেন বাংলাদেশিরা। এ বছর বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের দিক দিয়ে শীর্ষ পাঁচ দেশের মধ্যে নেই ভারত। এবার যুক্তরাষ্ট্রের পর থাইল্যান্ডে ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে ৩৮৩ কোটি ৮০ লাখ টাকা খরচ করেছেন। তা জানুয়ারি মাসের চেয়ে ৬১ কোটি ৮০ লাখ টাকা কম। জানুয়ারি মাসে বিদেশে ক্রেডিট কার্ডে ৪৪৫ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছিলেন বাংলাদেশিরা।

প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি দেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেন। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাজ্য। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের ৫০ শতাংশের বেশি এই পাঁচ দেশে হয়েছে। তবে, জানুয়ারির তুলনায় ফ্রেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ডসহ সব দেশেই বাংলাদেশিরা খরচ কমিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, একসময় বাংলাদেশিরা পার্শ্ববর্তী দেশ ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি খরচ করতেন। কারণ, অনেক বাংলাদেশি প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যেতেন। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের খরচ ভারতে কমেছে। অন্যদিকে, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে বাংলাদেশিদের ভ্রমণ বেড়েছে। সে হিসেবে দেশগুলোতে ক্রেডিট কার্ডে খরচও ভারতের চেয়ে বেড়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৫২ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৩ দশমিক ৬২ শতাংশ, যা জানুয়ারিতে ছিল ৬৮ কোটি ৮০ লাখ টাকা। একইভাবে ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৪৬ কোটি ৮০ লাখ টাকা খরচ করেছেন, জানুয়ারিতে খরচ ছিল ৬৮ কোটি ১০ লাখ টাকা। বাংলাদেশিরা ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে গিয়ে খরচ করেছেন ৩৯ কোটি ৫০ লাখ টাকা। ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় ৩০ কোটি ৪০ লাখ টাকা এবং যুক্তরাজ্যে ৩০ কেটি টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এক জন বাংলাদেশি বিদেশে গিয়ে প্রতি বছর ১২ হাজার ডলারের সমপরিমাণ অর্থ খরচ করতে পারেন। এই অর্থ ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ আছে।