রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ১৮

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৯ শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। চলতি বছরে এখন পর্যন্ত এটিই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা।

শুক্রবার (৪ এপ্রিল) রাশিয়া এ হামলা চালায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিভি রিহ শহর জেলেনস্কির জন্মস্থান। রাশিয়া–ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

নিপ্রোপেত্রভক্সের গভর্নর সেরহি লিসাক বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, গতকালের হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে মৃতদেহ ও আহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

নিপ্রোপেত্রভক্সের গভর্নর আরও বলেন, জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে ৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ মাসের শিশুও রয়েছে।

ইউক্রেনের মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেটস জানান, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন।

টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘একটিও সামরিক স্থাপনা নয় – কেবল বেসামরিক অবকাঠামোতে হামলা।’

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা শহরের মধ্যে ইউক্রেনীয় সেনা ও বিদেশি প্রশিক্ষকদের একটি সমাবেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মন্ত্রণালয়টি টেলিগ্রামে বলেছে, ‘এই হামলার ফলে শত্রুপক্ষের ৮৫ জন সেনা ও বিদেশি কর্মকর্তা এবং ২০টি যানবাহন ধ্বংস হয়েছে।’