দুর্ঘটনার কবলে দিব্যাঙ্কা, ভেঙেছে দু’টি হাড়

হঠাৎ দুর্ঘটনার কবলে পড়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী। এই মুহূর্তে মুম্বাইয়ের কোকিলাবেন হাসাপতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী।

সোশ্যালে দিব্যাঙ্কার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেত্রীর হাতের দু’টি হাড় ভেঙে গেছে। খুব শীঘ্রই অস্ত্রোপচার করতে হবে তার।

কিন্তু কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে খুব বেশি জানায়নি অভিনেত্রীর জনসংযোগ টিম। বলা হয়েছে যে, দিব্যাঙ্কার চিকিৎসা চলছে।

এক পোস্টে লেখা হয়, ‘আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে, বিবেকের (দিব্যাঙ্কার স্বামী) আগামী কালের লাইভ সেশন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে। কয়েক ঘণ্টা আগে দিব্যাঙ্কা দুর্ঘটনার মুখোমুখি হন এবং এখন তিনি হাসপাতালে। বিবেক এই মুহূর্তে তার সঙ্গেই রয়েছেন। এমন সময় পরিস্থিতির গুরুত্ব বুঝে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।’