ট্রেন লাইনচ্যুত: শিডিউল বিপর্যয়, তীব্র গরমে ভোগান্তি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এদিকে, বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা, রাজশাহী, খুলনাসহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাত্রীরা। বগি লাইনচ্যুতিতে উল্লাপাড়া মোহনপুর স্টেশনে আটক পড়েছে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস। এছাড়া, ঢাকা থেকে ছাড়া পঞ্চগড়গামী একতা আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে। উল্লাপাড়া স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা কয়েকজন যাত্রী জানান, তীব্র গরমে ট্রেনের অপেক্ষায় বসে আছি। গরমে দীর্ঘ সময় বসে থেকে ভোগান্তির শেষ নেই। উদ্ধার কাজ কখন শেষ হবে কেউ জানে না। ঢাকায় যাওয়ার জন্য জামতৈল স্টেশনে আসা হাবিব বলেন, ‘স্টেশনে দীর্ঘ সময় ধরে বসে আছি। এই গরমে জীবন শেষ। ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ছি।’ উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. ফেরদৌস হাসান বলেন, ‘বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউলে বড় বিপর্যয় ঘটবে। এই স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল দুপুর ১টা ২০ মিনিট। সেটি এখনো মোহনপুর স্টেশনে আটকে আছে। এছাড়া, একতা এক্সপ্রেসের ১টা ২০ মিনিটে উল্লাপাড়া ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটিও আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে। দুই ট্রেনের যাত্রীরাই চরম দুর্ভোগে পড়েছেন। শুধু এই ট্রেনই নয়, কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়বে।’ সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (রেলপথ) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘লাইনচ্যুত দুটি বগি উদ্ধারের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’ উল্লেখ্য, শুক্রবার (৫ মে) দুপুর ২ টার দিকে উল্লাপাড়া স্টেশনের ১০০ গজ দুরে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।