রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের প্রথম ও দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৪৪.১ শতাংশ ও ৩২.৬৬ শতাংশ। এ ছাড়া অ-বিজ্ঞান গ্রুপে পাসের হার ৮১.৯৭।
আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ভর্তীচ্ছু শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ ও ভেটেরিনারি অ্যান্ড এনিম্যা সায়েন্সস অনুষদভুক্ত ২৬টি বিভাগ ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত। ‘সি’ ইউনিটে প্রথম শিফটে ৪৮ হাজার ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৭৬৩ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৭ হাজার ৫০১ জন ভর্তীচ্ছু পরীক্ষায় উত্তীর্ণ হন।
পাসের শতকরা হার ৪৪.০১ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই ইউনিটের দ্বিতীয় শিফটে ৪৮ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৮৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ হাজার ৯৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৩২ দশমিক ৬৬ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৫০।
এ ছাড়া অ-বিজ্ঞান ২ হাজার ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১১৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৭৩৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৮১ দশমিক ৯৭ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০।
উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেখা যাবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুলভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।